পৃষ্ঠাসমূহ

Monday, 7 September 2015

যে ১০ টি কারণে কিটক্যাট থেকে আপনার এন্ডয়েড ললিপপে আপডেট করবেন.....

• ১ : নোটিফিকেশন বারে ফ্লাশ লাইট – এন্ডয়েড ললিপপের নোটিফিকেশন বারে ফ্লাশ লাইট আইকন থাকবে।
অর্থাৎ , কোন থার্ড পার্টি App ইন্সটল করা ছাড়াই আপনি iOS এর মতো নোটিফিকেশন বার থেকে ফ্লাশ
লাইট অন করতে পারবেন। কিন্তু কিটক্যাট – এ এই সুবিধা ছিল না।
• ২ : চার্জ সংক্রান্ত :
এন্ডয়েড ললিপপের সবচেয়ে বড় সুবিধা হলো এতে ব্যাটারি
চার্জ হতে যে সময় লাগবে তা দেখা যাবে।
তাছাড়া ব্যাটারি ইনফো থেকে ছোট্ট গ্রাফে ব্যাটারির
রির্পোট দেখা যাবে।
এন্ডয়েড কিটক্যাট – এ এই সুবিধা ছিল না।
• ৩ : একাধিক প্রোফাইল / ব্যবহারকারী –
আমার মনে হয় যে এটা সবারই অনেক প্রয়োজনীয়।
অনেক সময় পরিবারের সদস্য এবং আত্নীয়াকে মোবাইল দিতে
হয়।
কিন্তু অনেকেই ব্যাক্তিগত কিছু বিষয় ফোনে রাখেন!
এর মাধ্যমে উইন্ডোজের মতো আলাদা আলাদা ইউজার
ফোনটি চালাতে পারবে।
• ৪ :লুকানো ফ্ল্যাপি বার্ড –
বিশ্বাস করেন আর না করেন ললিপপের ফ্ল্যাপি বার্ড খেলে
আপনি বিশাল মজা পাবেন।
Settings > About phone > Android version
কয়েকবার ট্যাপ করেই আপনি গেমটি খেলতে পারবেন! !
• ৫ : নোটিফিকেশন প্যানেল –
এন্ডয়েড ললিপপের নোটিফিকেশন বার সবচেয়ে সহজ ও সুন্দর
করে বানানো হয়েছে।
আপনার ফোন লক থাকা অবস্থায়ও আপনি নোটিফিকেশন চেক
করতে পারবেন।
এটি বন্ধ করতে –
Settings –
Sound and Notification – When
device is Locked – Don’t show
notifications at all – এ গিয়ে টিক মার্ক (√) দিন।
• ৬ : ট্রাস্টেড প্লেস ফিচার ও স্মার্ট লক –
এর মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট স্থানে ফোন আনলক
রাখতে পারেন।
যেমন – আপনি আপনার বাসার লোকেশান সেট করে ওখানে
ফোন আনলক রাখতে পারেন।
যেভাবে চালু করবেন –
Settings –
Security – Smart Lock
• ৭ : নতুন ডিজাইনের সফট্ কি –
ললিপপের সফট্ কি গুলো অত্যন্ত ছোট এবং আটোসাটো।
যা এটিকে স্টাইলিশ করে তুলেছে!
• ৮ : মাল্টিটাস্কিং –
ললিপপের মাল্টিটাস্কিং এক নতুন মাত্রা যোগ করেছে।
কোন app ওপেন করা ছাড়াই এর ডিটেইলস আপনি দেখতে
পারবেন।
• ৯ :কোন বিশেষ app – কে অগ্রাধিকার –
এন্ডয়েডের বিরক্তিকর ব্যাপার হলো অনবরত নোটিফিকেশন! !
এই সুবিধার মাধ্যমে আপনি কোন বিশেষ app -এর
নোটিফিকেশন চালু রাখতে পারেন!
• ১০ : কাস্ট স্ক্রিন –
এটি দিয়ে আপনি মোডেম / টিভি কার্ড দিয়ে “STREAM”
করতে পারবেন . . . .
কিটক্যাটে এটা থার্ড পার্টি app দিয়ে করতে হতো . . .
আজ এই পর্যন্তই!
ভালো থাকবেন , সুস্থ থাকবেন।

No comments:

Post a Comment