পৃষ্ঠাসমূহ

Saturday, 19 September 2015

ফ্রিতে জিতে নিন পেন্ড্রাইভ,আইপড,আইফোন ৬,হেডফোন,কেমেরা সহ আকর্ষণীয় গিফট...!!! যারা একাউন্ট খুলতে পারেন নাই তাদের জন্য ক্যাপচাসহ বিস্তারিত টিউটরিয়াল.....

আজ আপনাদের একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব, ওয়েব সাইটের নাম,এটি একটি ট্রাস্টেড এলিট ওয়েব সাইট।
এই সাইটের মাধ্যমেপ্রতিদিন পয়েন্ট আর্ন করে জমানো পয়েন্ট দিয়ে ফ্রি তে নিয়ে নিতে পারেন ১৬ জিবি পেনড্রাইভ সহ আকর্ষনীয় সব ইলেকট্রনিক গেজেট।
আর আমাদের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে এটা ওয়ার্ল্ড এর সব দেশ সাপোর্ট করে এবং শিপিং চার্জ ফ্রি।
এই সাইট এর মাধ্যমে কালেক্ট কৃত পয়েট কে বলা হয় GN। প্রতিদিন লগইন করলে পাবেন 1 GN এবং প্রতিদিন একটি ভোট দেওয়ার মাধ্যমে পাবেন 1 GN। আর এই পয়েন্ট কালেক্ট করার জন্য আপনাকে দিতে হবে সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিট সময়।

তাহলে শুরু করি,
প্রথমে এই লিংকএ –> SignUp গিয়ে সাইন আপ করুন এরপর ইমেইল ভেরিফিকেশন করুন। সাইন আপ করার সময়
অবশ্যই আসল নাম ঠিকানা ব্যবহার করবেন, কারণ আপনার দেওয়া নাম ও ঠিকানায় আপনার অর্ডার কৃত প্রোড্রক্ট পাঠানো হবে।
আপনারা অনেকেই ক্যপচা ভেরিফাই করতে পারেন নাই । ক্যপচা ভেরিফাই করতে “আমি রোবট নই”
robot
ওখানে ক্লিক করলে কিছু ছবি আসবে সেখান থেকে আপনাকে রাস্তা,ফল অথবা অন্য কিছু সিলেক্ট করতে বলবে ।
সিলেক্ট করে সাবমিটে  ক্লিক করলেই কাজ শেষ।
কিভাবে পয়েন্ট GN কালেক্ট করবেন :
১. লগইন করুন এবং Collect daily points এ ক্লিক করুন।
(আপনি ১ পয়েন্ট পাবেন)
২. এরপর Complete The missions এ ক্লিক করুন। (এখানে
একটি ভোট দেওয়ার মাধ্যমে পাবেন আরো ১
পয়েন্ট)
৩. Invite Friends (একজন রেফার করলে পাবেন ১
পয়েন্ট)
30 GN কালেক্ট করতে হলে আপনাকে ১৫ দিন লগইন
করে পয়েন্ট কালেক্ট করতে হবে। এভাবে যখন
আপনার পয়েন্ট 30 GN হবে তখন আপনি Kingston
DataTraveler 100 G3 16GB USB 3.0 অর্ডার করতে
পারবেন। এছাড়া আপনি অন্যান্য Product পয়েন্ট
জমিয়ে কিনে নিতে পারবেন।


কিছু শর্ত ও সতর্ক বার্তা :
১. প্রতিদিন লগইন করুন এবং ২ পয়েন্ট কালেক্ট করুন।
২. লোভে পরে নিজের রেফারেল এ নিজে
নিজে একাউন্ট খুলবেন না। যদি করেন তাহলে
আপনার একাউন্টটি সাসপেন্ড হয়ে যেতেপারে।

SingUP Now

No comments:

Post a Comment