পৃষ্ঠাসমূহ

Thursday, 22 October 2015

হ্যাক করুন প্রায় সকল অনলাইন ও অফলাইন এন্ড্রয়েড গেমস এর কয়েন একটু অন্যভাবে.. Hack all android game bangla tutorial....

আজকে আমি যে টিউনটি করছি সেটা ঠিকমত ব্যবহার করতে পারলে এই ট্রিক এর সাহাজ্যেই আপনি প্রায় সকল গেমস এর কয়েন হ্যাক করতে পারবেন। আমি কিছু অনলাইন গেমস ও এর সাহাজ্যে হ্যাক করেছি। এটা মূলত একটি সফটওয়্যার এর সাহাজ্যে করতে হয়....

Name :: Hack App Data

Size :: 1.8 MB

varsion :: 1.2.5

link :: Download Here
আমি আমার ১ম টিউনে এই software টি নিয়ে বলেছিলাম।

যাতে দেখানো হয়েছিল কিভাবে এন্ড্রয়েডে স্প্রিড মিটার হ্যাক করতে হয়।

যারা আমার প্রথম টিউন টি পড়েছেন তারা বুঝতেই পারছেন এই সফটওয়ার দিয়ে গেম ছারাও প্রায় সকল সফটওয়ার ও হ্যাক করা যায়।

যদি পারি আপনাদের সাথে নিয়ে  সামনের দিনে রিদ্মিক কিবোর্ড এর কিছু ফাংশন হ্যাক করব।

অনেক বকবক করলাম।
যাই হোক কাজের কথায় আসি।

এই কাজের জন্য যে সফটওয়ার টি প্রয়জন তাই নাম ঠিকানা উপরে দিয়েছি।  আগে ডাউনলোড করে নিন।

আশা করি ডাউনলোড শেষ।

আমি যে গেম টি আপনাদের হ্যাক করে দেখাব তার নাম hill climbed reching
সবগুলো তো দেখানো সম্ভব নয় বুঝতেই পারছেন।

যাই হোক
আমি step by step বলছি

যা যা লাগবে

১) একটি এন্ড্রয়েড ফোন(রুট)

২) Hack App Data

৩) ভিক্টিম সফটওয়্যার
মানে যেটাকে আপনি হ্যাক করতে চান।

যে ভাবে করবেন ::

আগেই বলে রাখি টিউন সংক্রান্ত সকল স্ক্রিনশট নিচে দেয়া আছে।
পড়ার ফাঁকে ফাঁকে দেখে নিবেন।

১) প্রথমে আপনি যে গেম হ্যাক করবেন তা কিছুক্ষণ খেলে নিন।
এবার কয়েন লক্ষ করুন। নিচে স্ক্রিনশট দেখুন।


২) এবার হ্যাকিং এপস টা ইইন্সটল দিন। এবার ওপেন করলে কয়েক টি অপশন পাবেন। তা থেকে user apps সিলেক্ট করুন।

২) এবার আপনি যে এপস হ্যাক করবেন তা খুঁজে বের করে তার উপর ক্লিক করুন
৩) এবার একটা পেজ আসবে সেখানে রুট এক্সেস চাইবে।  grant  মানে রুট এক্সেস দিয়ে দিন। না বুঝললে নিচে নিচে স্কিনশট দেখুন।

৪) নিচে মাঝখানের অংশ থেকে preference সিলেক্ট করুন। না বুঝললে নিচে স্ক্রিনশট দেখুন।

৫) এবার আপনার দেয়া এপস এবং নামের শেষে দেখুন prefs লেখা আছে। ওখানে ক্লিক করুন। এখানে আমার এপস এর নাম hill climb তাই লিস্ট এ আমি hillclimbprefs
এ ক্লিক করব।যদি আপনার এপ্স এর নাম doctor driving হয় তাহপে list এ doctordrivingprefs আসবে এবং ওখানে ক্লিক করতে হবে।
আশা করি মাথা মুন্ডু কিছুই বোঝেন নি। :)
ব্যাপার না নিচ থেকে স্ক্রিনশট দেখুন।

৬) এবার একটা পেজ পাবেন একটু স্ক্রল করে নিচে যান।
coin নামে একটা অপশন পাবেন।
দেখুন আপনার করা কয়েন শো করছে। ক্লিক করুন এবার আপনার ইচ্ছে মত
কয়েন দিন।
দারান ভাই ইচ্ছে মত মানে যে ১০০০ কোটি দিবেন তা হবে না।
হাইষ্ট ৯৯৯৯৯৯৯৯৯ দিতে পারবেন।
তার বেশি দিলে ইরোর দেখাবে।  তবে অনেক এপ্স এ ৯৯০ কোটি দিলেও ইরোর দেখায় না। তাই যা দেয়ার দিয়ে সেভ দিন।  এবার ২ সেকেন্ড দেরি করুন। success  আসলে এপস থেকে বের হয়ে আসুন। না বুঝললে নিচে স্ক্রিনশট দেখুন।

৬) আস্তে ভাই আস্তে এখনো কাজ শেষ হয় নি। এবার ফোন এর
settings-apps-আপ্নার হ্যাক করা এপ সিলেক্ট করুন- তারপর cleare catch করুন।


৭) এবার মিনিমাইজ করা সকল এপস রিমোভ করেন।


৮) এবার আপনার হ্যাক করা এপ্স টি অপেন করুন।  কি দেখলেন।  না ভুল নয়।



আজ এখানেই শেষ করলাম।
আবার দেখা হবে।






No comments:

Post a Comment