পৃষ্ঠাসমূহ

Sunday, 6 September 2015

ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে আপনার এন্ড্রোয়েড মোবাইলের কোন প্রোগ্রামে কেমন চার্জ খাচ্ছে এবং কোন প্রোগ্রামে কতটুকু কাজ করছে তা জেনে নিন।

**আজ আমি চমৎকার একটি এন্ড্রোয়েড সফটওয়্যার উপহাড় দিব- এর নাম হল সিপিউ মনিটর বা CPU Monitor. বলা যায় এন্ড্রোয়েড মিটার।
এই মিটারের সাহায্যে আপনি আপনার মোবাইলের কার্যক্ষমতা  দেখতে পারবেন। পাশাপাশি অতিরিক্ত চার্জ অপচয় বোধ করে, দীর্ঘক্ষণ মোবাইল চালাতে পারবেন। দেরি না করে নিচের লিংক থেকে ডাউনলোড করে ইনস্টল করুন…..বাকীটা চালালেই বুঝতে পারবেন।

No comments:

Post a Comment