পৃষ্ঠাসমূহ

Thursday 22 October 2015

হ্যাক করে খেলুন Clash of Clans গেম..! How to hack clash of clans game 2015 bangla trick....

বর্তমানে স্মার্টফোনে Clash of Clans বহুল জনপ্রিয় গেম। অনেকেই গেমটি হ্যাকিং করার চেষ্টা করেছেন, কিন্তু এখনো সফল হতে পারেন নাই। কারন এই গেমটা অনলাইন তাই গেমের সমস্থ স্টাটাস (কয়েন, এলিয়েক্সার, ডার্ক এলিয়েক্সার) তাদের ক্লাউড সার্ভারে জমা হয়। তাই এই গেইমটা হ্যাক করতে হলে আগে তাদের সার্ভার হ্যাক করতে হবে, যা অসম্ভব। কয়েন, এলিয়েক্সার, ডার্ক এলিয়েক্সার এবং GEM হ্যাক করতে না পারলেও গেমটা হ্যাক করে
অনেক সুভিদা নিতে পারেন। তার জন্য একটা হ্যাকিং অ্যাপ নিয়ে আসলাম।

অ্যাপে কি কি পাবেন,
দেখে নিনঃ

আচ্ছা অনলাইনে না থেকেও যদি
অনলাইনের স্ট্যাটাস শো করানো
যায় তাহলে কেমন হয়? যদি এটা হয়
তাহলে আপনাকে কেউ এট্যাক
দিতে পারবে না। হ্যা এই সুভিদা
পাবেন।
ধরুন আপনার ২০০০০০ Gold দরকার তখন
আপনি এই অ্যাপটার সার্চ অপশন এ
কয়েন এর সংখ্যা সেট করে দিলে
কিছু সময় এর মদ্ধে ২০০০০০ কয়েনের
এর বেইস চলে আসবে।
শুধু গোল্ড না, লুট করার জন্যে এই
অ্যাপে আপনার চাহিদামত কয়েন,
এলিয়েক্সার, ডার্ক এলিয়েক্সার
সেট করে সার্স দিন। এটা আপনার
সর্ত অনুযায়ী আপনার জন্যে বেইস
খুঁজে বের করে দিবে।
আপনি চাইলে আপনার বন্ধুকে
ম্যাজিকও দেখাতে পারবেন।
কারন আপনি যেকাউকে ফল্স বা
মিথ্যা এটাক দিতে পারবেন।
বিশ্বের শেরা প্লেয়ারের
ভিলেজ তছনছ করে দিতে পারবেন।
অর্থ্যাৎ, যে কাউকে এট্যাক করতে
পারবেন। তবে এটা ফল্স এটাক। এতে
হারলেও কোন ট্রফি হারাবে না,
আর জিতলেও কোন কয়েন
এলিয়েক্সার পাবেন না।
বন্ধুকে ম্যাজিক দেখাকে
গেলেতো বড় বেইসকে এটাক
দিবেন, তাইনা? তার জন্যতো বড় বড়
আর্মি লাগবে। তার জন্য
আনলিমিটেড আর্মি, স্পেল নিতে
পারবেন।

আচ্ছা War খেলার সময় আমরা ২
বার ২জনকে এটাক দিতে পারি।
মাঝে মাঝে ভুলে বড় কাউকে
এটাক দিয়ে বসি। ভাবছিলের এর
কাছ থেকে ৩টা স্টার পাবো,
কিন্তু এটাকে হেরে গেলেন।
কেমন লাগবে?
যদি ফল্স এটা দিয়ে হাত পাকা
করে নেয়া যায় তাহলে কেমন হয়?
হ্যা আপনি আগে মিথ্যা এটাক
দিয়ে সিউর হয়ে নিতে পারবেন
যে আপনি কয়টা স্টার আনতে
পারবেন।
Spring Trap, Hidden Tesla, Bomb, Giant
Bomb যদি দেখতে পান, তাহলে
কেমন হয়? ফলে আগে থেকে দেখে
শুনে এট্যাক করতে পারবেন।
(স্ক্রিনশট বড় করে দেখেন)


★ যারা ট্রপি বাড়ানোর মিশনে
নামেন, কিন্তু বেশি আর্মি খরচ
করতে চাননা। তারা টাউনহল
কোনাই খোজে। ফলে কোনায় তিন
চারটা আর্চার ছেড়ে দিলেই
হয়েগেল। শুধু টাউনহল ভাংলেই এক
স্টার পাবেন এবং ৮/১০টা ট্রফি
পাবেন। এই অ্যাপ কোনার টাউনহল
খুজে দেবে।

★ স্ক্রিনশট ও স্ক্রিন ভিডিও করতে
পারবেন। ফলে কাউকে এটাক
দিয়ে ভিডিও করতে পারবেন।
কিভাবে কি করবেন?
১ স্টেপঃ প্রথমে নিচ থেকে
অ্যাপটা ডাউনলোড করে নিন।
কারন প্লে-স্টোরে পাবেন না।
ডাউনলোড Download X.apk

২ স্টেপঃ নেট কানেকশন দিন, কারন
মোড ডাউনলোডের জন্য ২
মেগাবাইট মত লাগবে। অ্যাপটা
ইনস্টল করে ওপেন করুন।
এখানে Clash
of Clasn গেম সহ আপনার ফোনের সমস্থ
গেইম দেখতে পাবেন। Clash of Clans
এর উপরে টাচ করুন। এবার Install Mod এ
ক্লিক করুন।
৩ স্টেপঃ মোড ইনস্টল হলে,
সাকসেসফুল ম্যাসেজ আসবে। এবার
ব্যাকে এসে Clash of Clans এর পাশে
Launch এ ক্লিক করুন।
৪ স্টেপঃ অ্যাপের ভেতর থেকে
Clash of Clans ওপেন করলে Screenshot
এর মত আইকন দেখতে পাবেন। ওই
আইকনে টাচ করুন।
৫ স্টেপঃ আইকনে টাচ করলে
নিচের স্ক্রিনশটের মত দেখতে
পাবেন। Xmod এ টাচ করুন। সেটিং
অপশন চলে আসবে। পছন্দমত সেটিং
করে নিন।
৬ স্টেপঃ RealTime Trap/Tesla অন(ON)
করে দিন। এইটা অন করে কাউকে
এটাক দিলে বোম্ব, গিয়ান বোম্ব,
হিডেন তেসলা সহ সমস্থ হিডেন
ডিফেন্স দেখতে পাবেন।
৭ স্টেপঃ
১, পছন্দমত Gold কয়েন দরকার সেট করুন।
২, Elixir সেট করুন
৩, Dark Elixir সেট করুন
৪, কত Trophy হলে এটাক দিবেন সেট
করুন।
৫ সর্বচ্চ Townlall লেভেল কত হতে হবে
সেট করে দিন।
৬, টাউনহল কোনা থেকে কত দুরে
হবে সেট করে দিন। ১ হলে একদম
কোনাই।
৭, Meet all Condition অন করলে আপনার
সেট করা বেইস খুজে পেলে
দেখাবে। আর অফ থাকলে যেকোন
একটা মিল থাকলেই বেইস
দেখাবে।
এবার সার্চ দিতে Find a Match এ টাচ
করুন। আপনার সেট করা বেইস খুজে
দিবে।
৮ স্টেপঃ
১, War এটাক দেয়ার আগে মিথ্যা
এটাক দিয়ে হাত পাকা করে
নিতে পারেন। SandBox Attack অন(ON)
করে দিতে হবে।
২, আর্মি সেট করে এটাক দিয়ে
টেষ্ট করে দেখতে পারেন। এতে
আপনার কোন আর্মির প্রয়োজন বুঝতে
পারবেন।
কিভাবে Xmod কাজ করে?
এটি Clash of Clans গেমের আসল
ডেটা ডিলিট করে মডিফাই ডেটা
সেট করে দেই। ফলে অ্যাপের সমস্থ
সুভিদা পাবেন।
[*] আপনার ফোন অবশ্যই রুট করা থাকতে হবে। 

কিছু না বুঝতে পারলে কমেন্ট করবেন। কমেন্টে শিখাইয়া দিব।
আর রানা ভাই প্লিজ এমন সিস্টেম করেন যেন কেউ কমেন্ট করলে যেন নোটিফেকশন পাওয়া যায়। একদম ফেসবুকের মত।
Author: S.R.Soron
FB: fb/srsoron1
Email: srsoron@gmail.com

6 comments: