অ্যান্ড্রয়েড ডিভাইসে বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার রিদ্মিক কিবোর্ড
সম্প্রতি প্লেস্টোর থেকে সরিয়ে দেয়া হয়। এ নিয়ে দেশে আলোচনা-সমালোচনা,
বাদ-প্রতিবাদ শুরু হয়, এর রেশ এখনো কাটেনি...
তার কারণ, অধিকাংশই মনে করছেন, বাংলা লেখার এমন ভালো সফটওয়্যার আর নেই। ভাবনাটা সত্যি নয়। প্রচারণার আলোয় নেই বলে অনেকেরই জানা নেই, ‘পার্বতী কিবোর্ড’ নামে বাংলা লেখার চমৎকার আরেকটি অ্যাপ্লিকেশন আছে। ব্যবহারকারীরা চাইলে এই অ্যাপ দিয়ে ডেস্কটপের জনপ্রিয় সফটওয়্যার অভ্রের মতোই লিখতে পারবেন।
অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের ছাত্র আরিফ রহমান। এটি তৈরি করতে তার সময় লেগেছে প্রায় ১৫ দিন।
তিনি জানায়, শিগগিরই অ্যাপটির নতুন সংস্করণ আনা হবে। এতে যুক্ত করা হবে উন্নত ফিচার, ইমোটিকস ইত্যাদি। এছাড়াও যুক্ত করা হবে আরও বেশ কিছু নতুন ফিচার।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ : ১. অ্যাপটিতে রয়েছে ৮ টা চমৎকার থিম। ফলে পছন্দ মত থিম ব্যবহার করা যাবে।
২. অ্যাপ্লিকেশনটির সাহায্যে স্মার্টফোন কিংবা ট্যাবে কিবোর্ড যুক্ত করে বাংলা টাইপ করা যাবে।
৩. টাইপ করার সময় অটো সাজেশন থেকে প্রয়োজনীয় শব্দ বেছে নেয়া যাবে।
৪. অভ্রের মত ফনেটিক ব্যবহার করে বাংলা লেখা যাবে।
এই অ্যাপটি ব্যবহার করতে হলে প্রথমে settings যেতে হবে। এরপর Language and input –এ গিয়ে Parboti keyboard select করে দিতে হবে। এরপর Default Keyboard হিসাবে সেট করে দিলেই কাজ শেষ।
অ্যাপ্লিকেশনটি এই ঠিকানা Download ™ থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
তার কারণ, অধিকাংশই মনে করছেন, বাংলা লেখার এমন ভালো সফটওয়্যার আর নেই। ভাবনাটা সত্যি নয়। প্রচারণার আলোয় নেই বলে অনেকেরই জানা নেই, ‘পার্বতী কিবোর্ড’ নামে বাংলা লেখার চমৎকার আরেকটি অ্যাপ্লিকেশন আছে। ব্যবহারকারীরা চাইলে এই অ্যাপ দিয়ে ডেস্কটপের জনপ্রিয় সফটওয়্যার অভ্রের মতোই লিখতে পারবেন।
অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের ছাত্র আরিফ রহমান। এটি তৈরি করতে তার সময় লেগেছে প্রায় ১৫ দিন।
তিনি জানায়, শিগগিরই অ্যাপটির নতুন সংস্করণ আনা হবে। এতে যুক্ত করা হবে উন্নত ফিচার, ইমোটিকস ইত্যাদি। এছাড়াও যুক্ত করা হবে আরও বেশ কিছু নতুন ফিচার।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ : ১. অ্যাপটিতে রয়েছে ৮ টা চমৎকার থিম। ফলে পছন্দ মত থিম ব্যবহার করা যাবে।
২. অ্যাপ্লিকেশনটির সাহায্যে স্মার্টফোন কিংবা ট্যাবে কিবোর্ড যুক্ত করে বাংলা টাইপ করা যাবে।
৩. টাইপ করার সময় অটো সাজেশন থেকে প্রয়োজনীয় শব্দ বেছে নেয়া যাবে।
৪. অভ্রের মত ফনেটিক ব্যবহার করে বাংলা লেখা যাবে।
এই অ্যাপটি ব্যবহার করতে হলে প্রথমে settings যেতে হবে। এরপর Language and input –এ গিয়ে Parboti keyboard select করে দিতে হবে। এরপর Default Keyboard হিসাবে সেট করে দিলেই কাজ শেষ।
অ্যাপ্লিকেশনটি এই ঠিকানা Download ™ থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment