পৃষ্ঠাসমূহ

Monday, 7 September 2015

প্রোগ্রামিং সি এর একটি অসাধারন ই-বুক ডাউনলোড করে নিন....

বন্ধুরা কেমন আছ সবাই ? জানি ভালো আছ আমিও আল্লাহর রহমতে ভালো আছি । যাইহোক, আজ আমি আপনাদের সাথে প্রোগ্রামিং সি এর উপর লিখা একটি ই-বুক শেয়ার করবো, তাহলে আর দেরি না করে চলুন কাজে নেমে পরি ..
প্রোগ্রামিং সি হচ্ছে একটি High Level Language, ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের AT & T Bell Laboratory-র Denis Ritchie এই ভাষাটি আবিষ্কার করেন | উদ্দেশ্য ছিল কপিউটারের মাধ্যমে যে কোন সমস্যা সহজে সমাধানের জন্য সমস্যা বুঝে সমাধানের সফটওয়্যার তৈরি করা | তাই যে কোন সফটওয়্যার প্রোগ্রামারকে সর্বপ্রথম প্রগ্রামিং সি ভালোভাবে আয়ত্ত করে নিতে হয় | সে লক্ষে প্রগ্রামিং সি এর উপর লিখা একটি ই-বুক আপনাদের সাথে Share করলাম | এই ই-বুক টিতে প্রোগ্রামিং সি যে ভাবে লিখা হয়েছে তাতে যে কেও প্রোগ্রামিং সি সম্পর্কে মজবুত ধারনা পাবেন.. :-)
ই-বুকটি এখান থেকে ডাউনলোড করে নিন..

No comments:

Post a Comment